প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান। এ লক্ষ্যে তিনি বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত...
আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন: বেপজাকে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
চাকরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান করা ওই সাব ইন্সপেক্টরদের একটি প্রতিনিধি দল জানান, তাদের দাবি যৌক্তিক এবং সচিব তাদের পুনর্বহালের আশ্বাস দিয়েছেন। তবে তারা কবে পুনর্বহাল হবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তারিখ জানানো হয়নি। এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪ দফায় ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। অক্টোবরে শুরু হওয়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বাদ পড়ার পর, সোমবার দ্বিতীয় দিনের মতো তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অন্যদিকে, একই দিন সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই সাব ইন্সপেক্টররা চাকরি...
ফায়ারফাইটার নয়নের পরিবারকে অর্থ সহায়তা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪) এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামান এর হাতে নগদ ৫ (পাঁচ) লাখ টাকা অনুদান তুলে দেন। অনুদান প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নিহত নয়নের পরিবারকে (২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স...
দুদকে এসে আটক ‘দুর্নীতি নিবারণ সংস্থার’ নির্বাহী
নিজস্ব প্রতিবেদক
দুদকের সহযোগী বাহিনী পরিচয়ে সরকারি দপ্তর আর দুইশতাধিক বেসরকারি স্থানে অভিযান চালাচ্ছিলো দুর্নীতি নিবারণ সংস্থা নামের একটি চক্র। পত্রিকার বরাত দিয়ে দুদক এ তথ্য জানার পর চক্রের সাত সদস্যের বিরুদ্ধে মামলা করে দুদক। ইতোমধ্যে চক্রের প্রধানসহ তিন সদস্যকে আটক করেছে সংস্থাটি। সোমবার দুদকের প্রেস ব্রিফিং এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। এসময় তিনি আরও জানান, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং আড়াল করার অপরাধে মামলা হয়েছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এবং তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে। মামলার আরেক সংসদ সদস্য চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আবগারি ও শুল্ক বিভাগের সাবেক সদস্য ড. মো. মতিউর রহমান, তার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর