চিকিৎসারত অবস্থায় নারী চিকিৎসককে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধনসহ প্রতিবাদসভা করেছে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-সেবিকারা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকাল ১০ টায় এই মানবনবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর গাইনি সার্জন সহকারী অধ্যাপক ড.আরজু শামীমা রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জনৈক গর্ভবতী রোগীর অপারেশনের আগে কিছু পরামর্শ প্রদান করেন। ওই সময় রোগীর স্বামী ও স্বজনরা চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং চিকিৎসক শামীমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় নুতন করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।...
নারী চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বোদা উপজেলার মিয়াজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় এ কার্যকর্ম সম্পন্ন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে মানবিক সেবার অংশ হিসেবে সেনা কর্মকর্তারা শতাধিক হতদরিদ্রর মাঝে এসব বিতরণ করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনা কর্মকর্তারা বলেন, কনকনে শীত মোকাবেলায় আমাদের এ উদ্যোগ। মানুষের মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে পূরণ হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নিবেন। news24bd.tv/AH
লক্ষ্মীপুরে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমম্বয়কদের হুমকি
লক্ষ্মীপুর প্রতিনিধ
লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে। গত দুইদিন থেকে এমন চিত্র দেখা যাচ্ছে। সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়। দেয়ালগুলোতে মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে, মুক্তির ডাক ৭১, মুজিববাদ, শেখ হাসিনা আবার আসবে এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন...
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
অনলাইন প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় একটি ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এতে ৫ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে মুন্সিবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৩৮ মিনিটে। ফরিদপুর সদর ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস আরও জানায়, এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং চারজন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর