বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতীকে ৯০ হাজার ৭৭৮ ভোট বেশি পেয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অন্তরা হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন।