যা হওয়ার কথা ছিল তা-ই হয়েছে। দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভা মিনেরার বিপক্ষে সোমবার (৬ জানুয়ারি) গোল উৎসবের রাত পার করল রিয়াল মাদ্রিদ। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল। ইউরোপের সফলতম দলটি জয় পেয়েছে ৫-০ গোলে। এদিন শুরুর একাদশে প্রথম পছন্দের ফরোয়ার্ডদের কাউকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। তবুও গোলের জন্য একেবারেই ভাবতে হলো না। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন আর্দা গিলের। লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা একটি করে গোল করেন। খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠে খেলতে পারেনি মিনেরা। বিকল্প হিসেবে বেছে নেয় কার্তাহোনোভা স্টেডিয়ামকে। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ আসে রিয়ালের। এন্দ্রিকের শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক। দুই মিনিট পর ভালভের্দে অনায়াসে জাল খুঁজে নেন।...
একপেশে লড়াইয়ে রিয়াল মাদ্রিদের গোল উৎসবের রাত
অনলাইন ডেস্ক
ফারুক-নাজমুলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আকরাম খান
আমিনুল ইসলাম, সিলেট থেকে
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দুজনের মধ্যে সম্পর্কও এখন ভালো বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান। তবে, ক্রিকেটের স্বার্থে অনেক কথায় বাইরে যাওয়া উচিত নয় মনে করেন এই পরিচালক। বিপিএলের সিলেট পর্ব চলছে এখন। তবে বিপিএল ছাড়িয়ে টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে ফারুক-ফাহিমের দ্বন্দ্ব। মাঠের খেলার থেকেও বেশি আলোচনায় বোর্ডের দুই প্রভাবশালী পরিচালকের মনোমালিন্য। এ ধরনের ঘটনা ক্রিকেটের জন্য অশনি সংকেত বলে মনে করেন আকরাম খান। তিনি জানান, সিলেটে বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালক একসঙ্গে ম্যাচ দেখছেন। আলোচনা সেরেছেন চট্টগ্রাম পর্ব নিয়েও। দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। বিসিবিতে একাধিক পদে কাজ করছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, কোনো দায়িত্বই তিনি জোর করে নেননি। বোর্ড থেকে দেওয়া...
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতল বরিশাল
অনলাইন ডেস্ক
বিপিএলের প্রথমদিন মুখোমুখি হয়েছিলো দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে ৪ উইকেটে হেরেছিলো দূর্বার রাজশাহী। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তুলেছিলো রাজশাহীর ব্যাটাররা। সিলেট পর্বের প্রথমদিন আবারও এই দুই দল মুখোমুখি। এবারও রাজশাহীকে সামনে পেয়ে আধিপত্য বিস্তার করল ফরচুনরা। বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত ফিফটিতে আবারও জয়ে ফিরল বরিশাল। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন বিজয়। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করেছেন তামিম। ১৬৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন প্রীতম...
টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল
অনলাইন ডেস্ক
মিরপুর পর্ব শেষে দুই দিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএলের ১১তম আসর। দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। সোমবার (৬ জানুয়ারি) সিলেটে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, প্রীতম কুমার, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম রিশাদ হোসেন ও জাহানাব খান। দুর্বার রাজশাহীর একাদশ: মোহাম্মদ হারিস, জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক, আকবর আলী, রায়ান বার্ল, ইয়াসির আলী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। news24bd.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর