রাজধানীর পুরানা পল্টনে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে দ্বিতীয় তলায় একটি ল চেম্বারে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি তিনি। news24bd.tv/MR
রাজধানীর পুরানা পল্টনে আগুন
নিজস্ব প্রতিবেদক
শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার, ব্যবসায়ীদের বিরোধিতা
অনলাইন ডেস্ক
জ্বালানি বিভাগ শিল্প খাতে গ্যাসের নতুন দরের নীতিগত অনুমোদন দিয়েছে। এর ফলে উদ্যোক্তাদের নতুন কারখানার গ্যাস কিনতে বর্তমান দামের দ্বিগুণের বেশি ব্যয় করতে হবে। প্রস্তাব অনুসারে নতুন কারখানার জন্য গ্যাসের দাম হবে এলএনজির আমদানি ব্যয়ের সমান। এদিকে এই বিষয়টি চূড়ান্ত করতে প্রস্তাবটি গতকাল সোমবার বিকেলে পেট্রোবাংলার মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হয়। জানা গেছে, এ প্রসঙ্গে বিইআরসিতে আজ আলোচনা হতে পারে। বর্তমানে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে (শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ) ৩০ টাকা ৭৫ পয়সা দিতে হয়। এলএনজির গড় আমদানি ব্যয় ৬০-৬৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করা হয়। কিন্তু চাহিদামতো গ্যাস মিলছে না। বরং গ্যাস সংকটে অনেক কারখানা বন্ধ...
আজ দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
রংপুর ও সিলেট বিভাগের একাধিক জায়গায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ছয়টার পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিকে কয়েক দিন ধরে কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসে থমকে দাঁড়িয়েছে বিভিন্ন স্থানের জনজীবন। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস...
গ্যাসের সঙ্গে পেরে উঠছেন না নগরবাসী
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মাঝে মধ্যে পাওয়া গেলেও গ্যাসের চাপ থাকে খুবই কম। এই চাপে রান্না করা যায় না। রান্না করার উপযোগী গ্যাস আসে কখনো গভীর রাতে কখনো আবার ভোর রাতে। ফলে গ্যাসের সঙ্গে পেরে উঠছেন না নগরবাসী। পুরান ঢাকার বি কে গাঙ্গুলী লেন, নাজিরা বাজার, গণকটুলীসহ রাজধানীর বহু এলাকাতেই গ্যাসের এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, টানা কয়েকদিন গ্যাস না থাকায় ইট বসিয়ে কাঠ পুড়িয়ে রান্না সারছেন কেউ কেউ। অনেক বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনছেন। কেউ রান্না করছেন অবৈধ ইলেক্ট্রিক হিটারে, কেউ আবার তেলের চুলায়। বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকটে ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে। তারা বলছেন, বিল ঠিকই দিতে হচ্ছে। কিন্তু রান্না করা যাচ্ছে না। আবার গ্যাসের সিলিন্ডার কিনতেও টাকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর