রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক এমপি সোলেমান সেলিমকে রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ধানমন্ডি থানার মামলায় জ্যোতিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। news24bd.tv/MR...
আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিসহ তিনজন রিমান্ডে
অনলাইন ডেস্ক

ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন, দুই শিশুর ১০ বছরের দণ্ড
অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচ বছর আগে ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুই শিশুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা তিনজন হলেন- বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির, শরীয়তপুরের পালং মডেল থানার (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া দুই শিশুকে (শিশু হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) ১০ বছরের দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার...
নেত্রকোনায় ব্যবসায়ী মিলনকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ব্যবসায়ী মিলন মিয়াকে গলাকেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কলমাকান্দা উপজেলার কালাইকান্দি মো. মজিবুর রহমানের পুত্র মো. শাহজাহান মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হরিনাকুণ্ড গ্রামের মনসুর আলীর পুত্র আবুল বাশার ওরফে বাদশা মিয়া। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, কলমাকান্দা উপজেলার কালাইকাম্দি গ্রামের কালাচাঁন মিয়ার পুত্র কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মিলন মিয়া ও তারই পাশের দোকানদার একই গ্রামের মজিবুর রহমানের পুত্র বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. শাহজাহান মিয়ার মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল।...
ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল
নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত তার আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।এর আগে খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল এ বিষয়ে রিট দায়ের করেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর