আজ (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে নিরাপত্তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে এবং আমাদের একটি চিঠি দিয়েছে। সেই চিঠির ভিত্তিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল থামানো হচ্ছে না। তবে আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে মেট্রোরেল যথারীতি থামবে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর ও ২০২৫ সালের ১ জানুয়ারি একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও এই স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান,...
বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, থাকবে আরও যে দুদিন
নিজস্ব প্রতিবেদক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
প্রতিদিন আমরা নানা প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যাই। কিন্তু গিয়ে যদি দেখা যায়, মার্কেটটি বন্ধ তবে কার না মেজাজ খারাপ হয়। আসুন জেনে নেই বুধবার (২৫ ডিসেম্বর)রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর ১১ নম্বরে অবস্থিত জেনেভা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। news24bd.tv/কেআই
বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-বোম্ব ডিসপোজাল টিম
অনলাইন ডেস্ক
রাজধানীর বড়দিন উদযাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম, এবং অন্যান্য বিশেষায়িত ইউনিট মিলে প্রতিটি চার্চের নিরাপত্তা ব্যবস্থায় নিযুক্ত থাকবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চার্চগুলোতে সাদা পোশাক এবং ইউনিফর্মে পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও পুলিশের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করছে। সবাই মিলে নিশ্চিত করব যেন বড়দিন শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। নিরাপত্তা ঝুঁকি নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর