সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান। এমনই গুঞ্জন বেশ অনেক দিন ধরে। যদিও অভিনেতা জানিয়েছেন তিনি সিঙ্গেল। কিছুদিন আগেই কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে। তাতেই কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, এমনই গুঞ্জন বলিউডে। সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার করতে ব্যস্ত অনুরাগীর। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। কার্তিক সাফ জানান, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গেল।...
শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক
অনলাইন ডেস্ক

চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, মুখ খুললেন অভিনেত্রী
অনলাইন ডেস্ক

খুব ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে অভিনেত্রী চাহাত খান্নাকে। চকলেটের লোভ দেখিয়ে দিন পর দিন হেনস্থা করা হয় তাকে। তা-ও আবার আবাসনের এক চাচার কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, আমাদের আবাসনের এক বাঙালি কাকু ছিলেন, যিনি আমার জন্য চকলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই উছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হলো, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে। ছোট থেকেই ধর্ম নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে বলে জানান চাহাত। হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম ও খ্রিস্ট ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। এর আগে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে বিয়ে। সেখানেও অশান্তি। দুটো বিয়েতে কপালে বিচ্ছেদ জুটেছে চাহাতের। এই মুহূর্তে দুই সন্তানের মা। সাক্ষী...
‘আরআরআর’ সিনেমা ফের আলোচিত অস্কারের মঞ্চে
অনলাইন ডেস্ক

২০২৩ সালে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৫তম আসরে ভারতীয় তেলেগু সিনেমা আরআরআর এর গান নাটু নাটু পায় সেরা অরিজিনাল গানের সম্মান। চলতি বছর আবারও অস্কার মঞ্চে উঠলো রাজামৌলির আরআরআর প্রসঙ্গ। এবার আলোচনায় সিনেমার স্টান্ট। সম্প্রতি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর তরফে নতুন একটি বিভাগের কথা ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এবার অ্যাকাডেমি স্টান্ট ডিজাইনের জন্যেও পুরস্কার দেবে অস্কার কমিটি। এই নতুন বিভাগে পুরস্কার দেওয়া শুরু হবে অস্কারের শতবর্ষ অর্থাৎ ২০২৮ সালে। ২০২৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে এই বিভাগের বিজেতাকে। এই নতুন বিভাগের ঘোষণায় অস্কার কমিটি তার সোশ্যাল মিডিয়া পেজে তিনটি সিনেমার দারুণ স্টান্ট পোজের ছবি পোস্ট করে। তার মধ্যে একটি এসএস...
তিন সুপারস্টারেও ফ্লপ যে ছবি, ১০ কোটির বাজেটও ছুঁতে পারেনি আয়
অনলাইন ডেস্ক

নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল শান্তি ক্রান্তি ছবি। সেসময়ের তিন সুপারস্টারকে নিয়ে তৈরি এই ছবি বাজেট ছাড়িয়ে গিয়েছিল সমস্ত রেকর্ড। কিন্তু বক্স অফিসে সেটিই হয়েছিল ভারতের সবচেয়ে বড় ব্যর্থ ছবি। ১৯৮৮ সালে কন্নড় অভিনেতা এবং পরিচালক ভি. রবিচন্দ্রন এমন একটি ছবি তৈরি করার সিদ্ধান্ত নেন, যা দেশের নানা ভাষাভাষী দর্শকদের একসঙ্গে যুক্ত করতে পারে। ছবির নাম ছিল শান্তি ক্রান্তি। এটি একসঙ্গে কন্নড়, তামিল, তেলুগু এবং হিন্দি এই চারটি ভাষায় নির্মিত হয়। ছবির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করেন স্বয়ং রবিচন্দ্রন। কন্নড় ভার্সনে তিনিই মুখ্য ভূমিকায় অভিনয় করেন। তেলুগু সংস্করণে ছিলেন নাগার্জুনা, আর তামিল ও হিন্দি সংস্করণে প্রধান চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। ছবিতে আরও ছিলেন জুহি চাওলা, খুশবু ও অনন্ত নাগ। ছবিটির বাজেট ছিল প্রায় ১০ কোটি রুপি ১৯৯১ সালে যা ছিল ভারতের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর