অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ৮ জনের শপথ গ্রহণের ঘোষণাটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিজ্ঞপ্তির ছবি দিয়ে এটিকে ভুয়া ও বানোয়াট বলে জানান। এতে দেখা যায়, গত ৮ মার্চ ২০২৫ তারিখে এটি প্রকাশিত হয়। যেখানে মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথ নেওয়ার জন্য কার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া তথ্য। সরকার পক্ষ থেকে এখনও কোনো নতুন উপদেষ্টা শপথ নেননি বলেও জানা গেছে।...
উপদেষ্টা হিসেবে ৮ জনের শপথগ্রহণের খবর ভুয়া: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

মাগুরার শিশুটির জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এও জানিয়েছেন, চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি। এর আগে, শিশুটির চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, তার অবস্থা আরও জটিল হয়েছে। আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) ৩। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক...
গুতেরেসের সফর ঘিরে গ্লোবাল আলোচনায় আসবে রোহিঙ্গা সংকট: প্রেস সচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সফর করবেন। জাতিসংঘের মহাসচিবের এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। তার সফরের ফলে রোহিঙ্গা সংকট গ্লোবাল আলোচনায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ সার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি জানান, রোহিঙ্গাদের হিউম্যান এইড কমে যাচ্ছে। প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের দরকার হয়। শফিকুল আলম জানান, শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। তিনি জানান, কক্সবাজারের বিমানবন্দর ও মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান...
বৃহস্পতিবার সারা দেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সারাদেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে। বুধবার (১২ মার্চ) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে করে এসময় সারাদেশে এনআইডি সেবা বন্ধ থাকবে। মনির হোসেন বলেন, এনআইডি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর