রাজধানীর ধানমণ্ডি-৩২-এ এবার আয়োজন চলছে ভূরিভোজের। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে আনা হয়েছে একটি গরু। গরুটি এনেছেন উৎসুক জনতা। তারা জানিয়েছেন, গরু জবাই করে সেখানে ভূরিভোজ করবেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি-৩২-এ একটি গরু আনতে দেখা যায়। গরুটি আনার সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উৎসুক জনতা। গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমণ্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি। গরু জবাই কেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো দল, কোনো ধর্ম থাকবে না। গরুর গায়ে কিলার হাসিনা লিখে তাকে জবাই করার মাধ্যমে আমরা বোঝাতে চাই ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই। তাদেরকে সমূলে নিপাত করতেই এ আয়োজন। উল্লেখ্য, গতকাল বুধবার রাত থেকে শুরু হয় শেখ...
ধানমণ্ডি ৩২-এ গরু দিয়ে ভূরিভোজের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
![ধানমণ্ডি ৩২-এ গরু দিয়ে ভূরিভোজের আয়োজন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738838456-c6e357aa38a3a9239edf6c149a7b6a03.jpg?w=1920&q=100)
শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব
প্রধান উপদেষ্টার প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
![শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738838428-8a818d7389a6cd29009353226214de57.jpg?w=1920&q=100)
ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে। একটা অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও...
ফজিলাতুন্নেছা হলের নামফলক ভাঙতে গিয়ে সমন্বয়কের মৃত্যুর দাবি, কতটুক সত্য?
অনলাইন ডেস্ক
![ফজিলাতুন্নেছা হলের নামফলক ভাঙতে গিয়ে সমন্বয়কের মৃত্যুর দাবি, কতটুক সত্য?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738838052-53ac149513f57f93827e1ac046ca1c5f.jpg?w=1920&q=100)
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে গতকাল ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রেক্ষিতে ঢাকার ধানমন্ডি ৩২ নাম্বারে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ও স্মৃতি জাদুঘর ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে শেখ পরিবারের ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হলগুলোর নামফলক ভেঙে নতুন নামকরণের ঘটনাও ঘটে। এরইপ্রেক্ষিতে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গিয়ে পড়ে একজন সমন্বয়ক ও শিক্ষার্থী মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও একই ঘটনায় দুইজন শিক্ষার্থী মারা...
শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে তদন্তে নামছে দুদক
অনলাইন ডেস্ক
![শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে তদন্তে নামছে দুদক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738837397-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারত ও বেলজিয়াম থেকে যে তিনটি ডিগ্রি নিয়েছেন, তাতে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কিনা তাও খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে ৪৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর