নড়াইলের নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আকরাম শেখ(৪২) নামে প্রবাসী খুন হয়েছে। বুধবার (১২মার্চ) ইফতারের পরে থানার চর-জয়নগর গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার আকরামকে স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জেরে হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িঘরে লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের খরর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে। পুলিশও স্থানীয়রা জানায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর-জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনা মিয়া, হেকমত শেখ গ্রুপের সঙ্গে তাদের প্রতিপক্ষ রতন শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ইতিপূর্বে বিবাদমান এ দুপক্ষে একাধিক সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান সেই বিরোধকে কেন্দ্র করে...
নড়াইলে আধিপত্যর জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার রাবির দুই শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক

নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। হামলায় আহত ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ২০১৯-২০ বর্ষের ফারহান মাহমুদ স্বাধীন এবং তার বিভাগের এক বান্ধবী। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন হ্যাটরিক ক্যাফের মালিক তন্ময়সহ স্থানীয় অজ্ঞাতনামা কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহান মাহমুদ তার বান্ধবীকে কাজলা গেট সংলগ্ন ছাত্রীবাসে রেখে আসতে ক্যাম্পাস থেকে রিকশায় যাচ্ছিলেন। তারা কাজলা গেট পার হয়ে আলমের মোড়ের দিকে প্রবেশ করলে তন্ময় ও তার বন্ধুরা ওই নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু কথা বলেন। এর...
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে কিডন্যাপ, যুবক আটক
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে কিডন্যাপের সময় মো. কামাল বেপারী (৩৫) নামে এক যুবক জনতার হাতে আটক হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি অসৎ উদ্দেশ্যে একটি কন্যা শিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। পরে তাকে চকলেটের প্রলোভন দেখায়। পরে শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। শিশুটি ঘটনাটি জানালে লোকজন দৌড়ে গিয়ে ওই কিডন্যাপারকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে শিশুটির কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত জানাতে দেখা গেছে...
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় দেশীয় অস্ত্র, লুন্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে ৯ মার্চ রাতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৫) ও একই এলাকার মানিক মন্ডলের ছেলে আব্দুর রহিম মন্ডল (৩৬)। সিরাজগঞ্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর