থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা, স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবা (যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও অন্যান্য সরকারি যানবাহন) প্রবেশের অনুমতি পাবে। অন্য সব ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।...
থার্টিফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ
শাহজালালের গুদামে বিপুল অস্ত্র ও গোলাবারুদ, দুর্ঘটনার ঝুঁকি
অনলাইন ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে রাখা হয়নি, এবং তাদের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে ঢাকা কাস্টমস এসব অস্ত্র দ্রুত প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তরের জন্য চেষ্টা করছে, এবং এর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে অনুরোধও করেছে। তবে, বিভিন্ন জটিলতার কারণে অস্ত্রগুলোর স্থানান্তর সম্ভব হচ্ছে না। ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বিষয়টি স্বীকার করে বলেন, গুদামে কিছু অস্ত্র পড়েছিল, যেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য এনবিআরের অনুমতি চাওয়া হয়েছে। তিনি জানান, এসব অস্ত্র পূর্ববর্তী কমিশনারের আমলে জমা পড়েছিল এবং তার পরবর্তী দায়িত্বে এসে তিনি এগুলো সরানোর চেষ্টা করছেন। পরে ঢাকা...
কলাবাগানে অস্ত্রসহ গ্রেপ্তার স্পিকার সোহেল
অনলাইন ডেস্ক
ডিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬ মামলার এজাহারনামীয় আসামি মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেলকে (৩৩) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কলাবাগান থানার পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সোহেল রানা ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। থানার টহল পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লায়ার্স, একটি সাধারণ প্লায়ার্স এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী এবং সন্ত্রাসী। তার বিরুদ্ধে কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল...
মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে একটি দোতলা আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, বিকেল ৪টার দিকে তারা খবর পান রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন। news24bd.tv/তৌহিদ