ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতা জেরে কৃষকের ছয় হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার বোয়ালে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী পৌর এলাকার বোয়ালে গ্রামের বাসিন্দা। স্থানীয়রা কৃষকেরা জানান, কৃষক লিয়াকত আলী দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফলও বিক্রি করেছেন। রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোঁড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক লিয়াকত আলীর অভিযোগ, ধার-দেনা করে আমার ড্রাগন বাগানে প্রায় ৮লাখ টাকা খরচ করেছি। শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই। এতে করে আমি দিশেহারা। আমার ধারণা পূর্ব শত্রুতার কারণেই আমার ড্রাগন বাগানটি কাটা হয়েছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, ড্রাগন গাছ...
শত্রুতা!
ঝিনাইদহ প্রতিনিধি

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার একটি রাস্তার নিচের ঝোপঝাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। কান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে রাস্তার নিচে ঝোপঝাড়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী আমাকে জানায়। আমি জানার সাথে সাথে পুলিশ খবর দেই। পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার নিচে ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের লাশটি পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।...
মুজিবনগরকে জিয়ানগর নামকরণ, বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসী আকমল হোসেন টিক্কার বিরুদ্ধে বিএনপির কর্মী সমর্থকদের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে কসবামাজাইল ইউনিয়নের পারকুল এলাকার একাধিক বিএনপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। অভিযুক্ত আকমল হোসেন টিক্কা পাংশা উপজেলার সন্ত্রাসী টিক্কা বাহিনীর প্রধান ও কসবামাজাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভুক্তভোগীরা হলেন, ইউনিয়নের পারকুল গ্রামের মৃত মো. চেনিরদ্দিন বিশ্বাস ছেলে মো. ইজাহার বিশ্বাস (৪৫), একই এলাকার মৃত ইবাদত মোল্লার ছেলে মনিরুদ্দিন মোল্লা(৩৫), ইসরাইল মোল্লার ছেলে শহিদুল মোল্লা (৪৫), ইউনিয়নের দড়ি বাংলাট (জিয়া নগর) গ্রামের মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মো. সাত্তার মণ্ডলসহ আরও বেশ কয়েকজন।...
এসএসসির প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষার্থী আটক
অনলাইন ডেস্ক

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক আদিব (২৩) পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর গাজী বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। সে নগরের এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিবকে আটক করেন। আটকের সময় আদিবের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। আদিব দীর্ঘদিন ধরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর