বাংলাদেশে পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে বৃহস্পতিবার (১৩ মার্চ) চারদিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরের প্রথম দিনে আগামীকাল (১৪ মার্চ) তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করতে কক্সবাজার যাবেন। সেখানে, মহাসচিব মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন এবং বাংলাদেশের সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা খুব আন্তরিকতার সাথে এই শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। এছাড়াও, মহাসচিব শরণার্থীদের সঙ্গে এক ইফতারও করবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানাবেন। শনিবার (১৫ মার্চ)...
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বার্তা
নিজস্ব প্রতিবেদক

জানা গেলো যমুনা রেলওয়ে সেতু উদ্বোধনের তারিখ
অনলাইন ডেস্ক

আগামী ১৮ মার্চ ট্রেন চলাচলের ক্ষেত্রে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু নিয়মিত চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ এম মাসুদুর রহমান জানান, আমরা ১৮ মার্চ সকাল ১০টায় সেতুটি উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। এরপর থেকে সেতুর উপর দিয়ে উভয় দিক থেকে ট্রেন চলাচল করবে। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে সেতুর দুটি লেনের একটি ব্যবহার করে গত ১২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে নবনির্মিত সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে। ৪.৮ কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন ডুয়েলগেজ সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে ঢাকা এবং দেশের বাকি অংশের সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে। মাসুদুর রহমান বলেন, ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতু ব্যবহারকারী ট্রেন যাত্রীদের চার্জ হিসেবে অতিরিক্ত টাকা দিতে হবে, যা পদ্মা সেতুর ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রেন যাত্রীদের পন্টেজ ভাড়া...
সেনাপ্রধানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো, যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ও করেন তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের যৌথ মহড়া ও প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময়ের মতো বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে।...
পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক

হোটেল ইন্টার-কন্টিনেন্টাল এলাকায় পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগে বামপন্থী দলের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে উল্লিখিত ১২ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ (২৬), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু (২৮) ও সাধারণ সম্পাদক মাঈন আহম্মেদ (২৪), ছাত্র...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর