বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাস ছিল অত্যন্ত দূষিত, যা এখনও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। আজকের বায়ুদূষণের তালিকায় ২৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ২১১ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে, আর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৩৭, যা তালিকার নবম স্থানে রয়েছে এবং অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুস ক্যানসার,...
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
অনলাইন ডেস্ক

রাজধানীর বংশালের পাকিস্তান মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, রিমঝিম (১৬), মেহেদী হাসান(২৫), সাগর (২৫), ইকবাল(৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বংশাল থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের সাত শতাংশ, ইকবালের দুই শতাংশ, মেহেদীর শরীরের এক শতাংশ পুড়ে গেছে। এছাড়া, অপূর্বর এক শতাংশ ফেস বার্ন ও রিমঝিমের বার্ন ইনজুরি রয়েছে। তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে সাগরকে ভর্তি দেয়া হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা...
ঈদের পরেরদিন ২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে
অনলাইন ডেস্ক

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।সোমবার (৩১ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।...
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এ জামাতে ইমামতি করেন। ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশ নেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্যমতে, এবারের জাতীয় ঈদগাহের মূল প্যান্ডেল ২৫ হাজার ৪০০...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর