অপরিশোধিত চিনিতে থাকা কার্বন ও অক্সিজেনের কারণে চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলে লাগা আগুন ২২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার রিফাইনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধনাগারের ১ নম্বর গুদামে আগুন লাগে। গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে যোগ দেয় নৌ, বিমান ও সেনাবাহিনীর দল। মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, সুগার মিলটিতে সব অপরিশোধিত চিনি ছিল। অপরিশোধিত চিনি মূলত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ। কার্বন ও অক্সিজেন দুটোই আগুন জ্বলতে সহায়তা করে। এখন এই আগুন নেভাতে পানি দিয়ে চেষ্টা করা হচ্ছে। এখন ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার...
২২ ঘণ্টায়ও নেভেনি সুগার মিলের আগুন
অনলাইন ডেস্ক
চিনিকলে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি চিনিকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার(৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা এ কমিটি গঠন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ডিসি) শাকিলা ফারজানা। তিনি বলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। এর আগে সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় এস আলম সুগার মিলে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত জানান, এস আলম রিফাইন্ড...
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রখ্যাত সার্জন সাখাওয়াত হোসেন শাহীন
নিউজ টোয়েন্টিফোর হেলথ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই। সোমবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় একটি বাস তাকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন মুন্নু মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান...
চট্টগ্রামে চিনিকলের আগুন নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিসের
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলীতে চিনিকলে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। সেই আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনিকলেরগোডাউনে আগুন লাগে। ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর