বর্তমানে ভারত সফরে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো। তিনি বলেছেন, তার শরীরে ভারতীয় ডিএনএ আছে। শুধু একথা বলেই থামেননি তিনি। আরও বলেন, এটা সবাই জানে- যখন আমি ভারতীয় গান শুনি, তখনই নাচতে শুরু করি। গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় তিনি এসব কথা বলেন। সংবাদমাধ্যমটি বলছে, রোববার দিল্লিতে দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো। এর আগের দিন শনিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার সম্মানে ভোজসভার আয়োজন করেন ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সেখানেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এমন খোলামেলা মন্তব্য করেছেন। ভোজসভায় সুবিয়ন্তো বলেন,...
আমি ভারতের ডিএনএ বহন করি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
করোনা ছড়িয়ে পড়া নিয়ে সিআইএ'র বিস্ফোরক দাবি
অনলাইন ডেস্ক
একবিংশ শতাব্দীর মহামারি করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এখনো রয়ে গেছে রহস্য। কারণ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে সংক্রমিত করা এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাস কোনো প্রাণীর দেহ থেকে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে তা নিয়ে এখনো চলছে তর্ক বিতর্ক। এবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এক বিস্ফোরক মন্তব্য করেছে। তাদের দাবি, এই ভাইরাস চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার সিআইএর এক মুখপাত্র এই দাবি করেন। ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে। রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান...
গ্রিনল্যান্ডে নজর, গাজাও খালি করতে চান, কী ঘটাচ্ছেন ট্রাম্প?
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর থেকে নজর সরাতেই পারছেন না। শনিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবে, এটা আমার বিশ্বাস। অপরদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা খালি করতেে তোড়জোড় শুরু করেছেন তিন। উপত্যকার বাসিন্দারের সরিয়ে নিতে চান ভিন্ন একাধিক দেশে। খ্যাপাটে স্বভাবের ট্রাম্প আসলে কী ঘটনাতে চাচ্ছেন? গ্রিনল্যান্ড ও গাজা নিয়ে কী পরিকল্পনা তার; নতুন গভীর কোনো চক্রান্ত নয়তো? এ নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা। এসব বিষয় নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। খবরে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চলে নিয়ন্ত্রণ পেতে ক্ষমতা গ্রহণের আগে থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প...
ধ্বংসস্তুপের নিচে এখনও মিলছে মরদেহ, নিহত ছাড়াল ৪৭ হাজার
অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০৬ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৪ জনের মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতদের মধ্যে পাঁচজন সম্প্রতি মারা গেছেন। সর্বশেষ হামলায় আরও ১১ জন আহত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮৩ জনে। গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি স্থাপন এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর