শারীরিক অবস্থায় অবনতি নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোববার (৩১ মার্চ) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (৩০ মার্চ) রাতে আড়াইটায় গুলশানের বাসা ফিরোজা’য় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে তার অবস্থা ভালো যাচ্ছিল না।