নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই, চালককে খুন করে নদীতে লাশ গুম চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মাবুদ এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত ১৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাটে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গণমাধ্যমে দেখে মরদেহটির পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত লিয়ন, বোরহান ইমরান ওরফে পিচ্ছি, শাওন বেপারী, মোসা. পারভীন বেগম,...
নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও গুম চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
![নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও গুম চক্রের ৭ সদস্য গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739819844-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
আহ্বায়ক ভুট্টো, সদস্য সচিব সজীব
সাতক্ষীরা প্রতিনিধি
![সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739816985-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক পসিকিউটর) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম। আরও পড়ুন ফেনীতে কাভার্ডভ্যান চাপায় নিহত বেড়ে ছয় ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।...
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
নিজস্ব প্রতিবেদক
![মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739816546-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এ সময় গুরুতর আহত হন আরও একজন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) এবং মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত মোটরসাইকেল আরোহী হামজা (২২) একই এলাকার হাসান জাহাঙ্গীরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুইটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে আকস্মিকভাবে মহাসড়কে ছিটকে পড়লে পেছনে থাকা নাইমের মোটরসাইকেলটি সজিবের...
ফেনীতে কাভার্ডভ্যান চাপায় নিহত বেড়ে ছয়
অনলাইন ডেস্ক
![ফেনীতে কাভার্ডভ্যান চাপায় নিহত বেড়ে ছয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/17/1739813029-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় আরও এক পিকআপ আরোহী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা মোট নয়জন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় ফেনী সদর উপজেলার লেমুয়ার হাফেজিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ। যদিও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ফেনী শহরের সহদেবপুর এলাকার নূর হোসেনের ছেলে মনির (৪০), নূরনবী ছেলে জাহাঙ্গীর (৩০), বশির উল্লার ছেলে সবুজ (২৫), নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), ধনী হাওলাদারের ছেলে নাগর (৩৫) এবং গনি হাওলাদারের ছেলে নাগর মাঝি (৩৫)। মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম বলেন, উপজেলার লেমুয়ায় কাজ শেষে পিকআপে করে ১৮ জন নির্মাণ শ্রমিক শহরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর