বছরের সর্বশ্রেষ্ঠ ও মাহাত্ম্যপূর্ণ রাত শবে কদর। একে লাইলাতুল কদর বা কদরের রজনীও বলা হয়। এ রাতে মহান আল্লাহ বান্দার রিজিক বণ্টন করেন। আল্লাহর আদেশে ফেরেশতারা রহমত, কল্যাণ ও বরকত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো, কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। (সুরা কদর: ১-৩) হাদিসে পবিত্র শবেকদরের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। এরমধ্যে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বৃষ্টির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো- تَذاكَرْنا ليلةَ القَدرِ، فقال بعضُ القومِ: إنَّها تَدورُ منَ السَّنةِ، فمشَيْنا إلى أبي سعيدٍ الخُدْريِّ، قُلتُ: يا أبا سعيدٍ، سمِعْتَ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يذكُرُ ليلةَ القَدرِ؟ قال: نَعمْ، اعتَكَف...
হাদিসের আলোকে পবিত্র শবে কদরের রাত চেনার উপায়
অনলাইন ডেস্ক

গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে ইসলাম
অনলাইন ডেস্ক

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যা প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। গুজব ছড়ানো একটি গর্হিত কাজ। ইসলাম এটিকে সমর্থন করে না। কোনো নেতিবাচক কাজকে। ইসলামের শিক্ষা হলো, মানুষ সর্বতোভাবেই তা পরিহার করবে। বরং প্রয়োজন ছাড়া কোনো কথা সে বলবে না। রাসুল (সা.) বলেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। (তিরমিজি, হাদিস : ২৫০১)। অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়, যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মত, মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না। পাওয়ামাত্রই প্রচার শুরু করে। ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯২)। হাদিসবিশারদরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোনো কথা শুনেই প্রচারের প্রবণতা মানুষকে মিথ্যায় লিপ্ত...
তারাবিতে কোরআনের বার্তা, পর্ব ২৩
সুরা ইয়াসিন

সুরার শুরুতে কোরআনের কসম করে বলা হয়েছে যে, মহানবী (সা.) অবশ্যই আল্লাহর রাসুল। তিনি সঠিক পথে সুপ্রতিষ্ঠিত। তাঁকে পাঠানো হয়েছে এমন একটি সম্প্রদায়কে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যাদের পূর্বসূরিদের সতর্ক করা হয়নি। এরপর মক্কার কাফিরদের ঈমান না আনার কারণ ব্যাখ্যা করা হয়েছে যে, তাদের অন্তর তালাবদ্ধ। পরে কিয়ামত সম্পর্কে বিভিন্ন বর্ণনা আনা হয়েছে। কিয়ামতের দিন জাহান্নামবাসীদের পৃথক করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি জান্নাতবাসীদের জন্য শান্তি ও নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে যে, মহানবী (সা.) কবি নন, বরং তিনি স্পষ্ট কোরআনের মাধ্যমে সতর্ককারী। গাছ থেকে আগুন সৃষ্টির তত্ত্ব বর্ণনা করা হয়েছে। আদেশ-নিষেধ-হেদায়েত ১. আলেমদের কাজ পৌঁছে দেওয়া। (আয়াত : ১৬-১৭) ২. মানুষ নিজের অমঙ্গল নিজে ডেকে আনে। (আয়াত : ১৯) ৩. মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ কোরো। (আয়াত :...
ইসলামে নারী-পুরুষের ইতিকাফ
শরিফ আহমাদ

ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আত্মশুদ্ধি, ইবাদতের প্রতি একাগ্রতা ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। ইতিকাফ সুপ্রাচীন ইবাদত হওয়ায় যুগে যুগে এর আমল হয়েছে। ইতেকাফ করার জন্য মসজিদকে পবিত্র রাখা নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে বর্ণিত হয়েছে, আর আমি (আল্লাহ) ইবরাহিম ও ইসমাঈলকে আদেশ দিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। (সুরা বাকারা, আয়াত : ১২৫) ইতিকাফ সংক্রান্ত জরুরি কয়েকটি বিষয় উল্লেখ করা হলো ইতিকাফের শর্ত ইতেকাফের প্রধান শর্ত তিনটি এক. ইতিকাফের নিয়ত করতে হবে। দুই. এমন মসজিদে ইতেকাফ হতে হবে যেখানে নামাজের জামাত হয়। জুমার জামাত হোক বা না হোক। তিন. মহিলাদের ক্ষেত্রে হায়েজ-নেফাস থেকে পবিত্র হতে হবে। (আহকামে জিন্দেগী, পৃষ্ঠা : ২৫৭) ইতিকাফের প্রকার ইতিকাফ তিন প্রকারএক. ওয়াজিব। এটা হলো মান্নতের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর