দিনাজপুর নাট্য সমিতিতে মঞ্চস্থ হলো জনপ্রিয় নাটক চোরের নাম চরণদাস। নাটকের প্রথম দিনেই গ্যালারির কানায় কানায় ভরে গেছে দর্শক শ্রোতায়। সকলের দুর্দান্ত অভিনয় ও মন জুড়ানো লাইট এবং সাউন্ড দর্শকদের মাতিয়ে রেখেছে শেষ পর্যন্ত। বহুদিন পর এমন পরিবেশনা দেখে মুগ্ধ তারা। নাট্য সমিতির মঞ্চে বারবার এমন নাটকের আয়োজন হোক প্রত্যাশা সকলের। টানা দেড়ঘণ্টার এই নাটকে মানুষকে যেমন হাসিয়েছে, তেমনি আশপাশের সামাজিক চিত্র তুলে ধরে দিয়েছে সমাধান। নয়ন বার্টেলের নির্দেশনায় প্রতিবারই নতুন কিছু দেখতে পায় নাটক প্রেমীরা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে নেট দুনিয়ায় কিছু ভাইরাল সংলাপ যুক্ত করা হয়েছে। সেই সাথে আলো, আবহসংগীত ও মঞ্চ নিজ হাতে সাজিয়েছেন দর্শকের জন্য। এক কথায় পুরো পরিবেশনা ছিল অসাধারণ। প্রখ্যাত হিন্দি সাহিত্যিক বিজয়দান দেথার গল্প...
দিনাজপুরে মঞ্চস্থ হলো ‘চোরের নাম চরণদাস’
দিনাজপুর প্রতিনিধি

সুখতৃপ্ত কঙ্কাল
জয়শ্রী দাস

জয়শ্রী দাস অখিল মাস্টারের প্রায় একশত বিঘার মতো জমি আছে। তিনি নিজ গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তার সংসারে কোন অভাব অভিযোগ না থাকলেও সুখ জিনিসটা নেই। কারণ হিসেবে বলা যায় তাঁর কোন সন্তান এ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এ পর্যন্ত আটটি সন্তান তার স্ত্রীর গর্ভে থাকা অবস্থায় মারা যায়। নবম সন্তানটি তার স্ত্রীর পেটে আসার সাথে সাথেই মাষ্টার শহরে গিয়ে স্ত্রীকে চিকিৎসা করানো শুরু করলেন। এ সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। তিন দিন ধরে তিনি গ্রামের সমস্ত লোকের খাবার আয়োজন করল। সন্তান হল, রাতের অন্ধকারে এ সন্তানের মুখ খানি চাঁদের আলোর মত দ্যুতি ছড়াতে লাগলো। মাস্টারের ঘরে যেন সুখ আর ধরে না। তিনি তার মেয়ের নাম রাখলেন অমরাবতী। এবার অমরাবতী কে নিয়ে তাদের সুখে শান্তিতে জীবন অতিবাহিত হতে লাগলো। ধীরে ধীরে অমরাবতী বড় হচ্ছে, একদিন অমরাবতী তার...
ফিউরিয়সো
অনুবাদ করেছেন কল্যাণী রমা

আমি একটা বিড়ালকে ভালোবাসতাম। সেটাই আমার দুর্ভাগ্য ছিল। সেই আমার কাল হয়েছিল। আমি একটা ঝোপের মধ্যে ওকে পেয়েছিলাম। কেউ ছেড়ে চলে গেছে। এক অভাগা, ক্ষুধার্ত বিড়ালছানা। ভয় পেয়েছে খুব। ও আমার হাতের ভিতর গুটিসুটি মেরে বসেছিল এক ছোট্ট ক্যাকটাসের মত। গা ভর্তি লোম। ওর ছোট ছোট নখ দিয়ে আমাকে আঁকড়ে ধরেছিল। সাথে সাথে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর কোন উপায় ছিল না আমার। আমি ওর নাম দিয়েছিলাম ফিউরিয়সো । ওকে নিয়ে গেলাম বাড়িতে। সপ্তাহের পর সপ্তাহ ফিউরিয়সো হাঁটেনি। শুধু গুটিসুটি মেরে বসেছিল। ছোট্ট ক্যাকটাস যেন এক! ও এত লজ্জা পাচ্ছিল নিজের করুণ শরীরের জন্য! ওর এত ক্ষুধার্ত, এত চুপসানো শরীরের জন্য! কিন্তু নিজের দুর্বিষহ অবস্থা কাউকে দেখাতে চাচ্ছিল না ফিউরিয়সো । ছোট্ট এক গর্বিত বিড়ালছানা! ও খাবার হজম করতে পারত না। সাথে সাথে তা বের হয়ে আসত শরীরের সামনের দিক থেকে কিংবা...
রথো রাফির কবিতা
রথো রাফি

রথো রাফি পরিচয় মানুষ প্রথমে নির্ধারণ করে নিজেদের পরিচয়। এরপর ভিন্ন পরিচয়ের মানুষ আবিস্কার আর সৃষ্টি করে চলে তারা! এরপর একদিন ভিন পরিচয় মানুষদের রক্তপান করে আর উল্লাসে মাতে! অথবা নিজেই ভিন পরিচয়ের মানুষের করুণ ও নীল শিকারে পরিণত হয়! মানুষ প্রথমে সীমা নির্ধারণ করে। তারপর সীমা-অতিক্রমকারীকে খোঁজে ও হত্যা করে। কিংবা সীমার বাইরের সেই সীমা ধ্বংস করে আপন ভুগোল গড়ে নিতে চায় এবং সীমার ভেতরের মানুষগুলোকে ধ্বংস করে চলে দিনরাত কিংবা উপহার দেয় বড়জোর অনুগত দাসের জীবন। আর আপন ভুগোল, মানে, শত্রু ভুগোল থেকেই যায়। দুঃখের আর শোকের সুর বেজে চলে পৃথিবীর বুকে। কখনও থামে না। পরিচয় যেনো চেতনাকে স্পষ্টতা দিতে গিয়ে ধ্বংসও করে চলে প্রতিদিন। স্বস্তির দিগন্ত স্রোতের বিপরীতে যাবে অথচ স্রোতের ধাক্কা সইবে না, তা কী করে হয়! অথচ তোমাকে, দেখো, প্রতিটি আঘাত উপহার...