ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ শুক্রবার (১৪ মার্চ) এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য নিয়াজ আহমদম রহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। news24bd.tv/AH
আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মেয়াদে শাস্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক পরীক্ষার্থী
অনলাইন ডেস্ক

সারাদেশে কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার তিন শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পর্যালোচনায় গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অভিযুক্ত অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন ধারা অনুযায়ী শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা...
ইবিতে মাগুরার সেই শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাত দিনের মধ্যে বিচার দাবি
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ফ্যাসিবাদী আমলে এদেশে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আজও হয়নি। যার ফলে দিনেরপর দিন ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। তিনি আরও বলেন, পূর্বে ঘটে যাওয়া সবগুলো ধর্ষণের বিচার করতে হবে। আর আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার আগামী সাত দিনের মধ্যে করতে হবে। অন্যথায় এদেশের মানুষ আবারও কঠোর...
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন মারা যান তিনি (ইন্না ল্লিল্লাহি... রাজিউন)। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। পরিবারের সূত্রে জানা গেছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় তিনি হঠাৎ পড়ে যান। এরপর দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত