কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক নয় : ফারুক আবদুল্লাহ

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ

কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক নয় : ফারুক আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে কাশ্মীর স্বাভাবিক রয়েছে বলে যে দাবি করছেন সেটি আজ সোমবার ( ১৩ মে) অস্বীকার করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ । তিনি অভিযোগ করে বলেন, বিজেপি দাবি করছে জম্মু ও কাশ্মীরে সব স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হলো স্বাভাবিক নেই। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দুই দিন ধরে তাঁর দলের নেতা–কর্মীদের ধরপাকড় করছেন।

ভোটের আগে তাদের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে।  
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে আজ সোমবার ফারুক আবদুল্লাহ এই অভিযোগ তুললেন। ছেলে ওমর আবদুল্লাহকে সঙ্গে ভোট দেওয়ার পর ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের কাছে জম্মু ও কাশ্মীর স্বাভাবিক রয়েছে বলে নরেন্দ্র মোদির দাবি নিয়ে প্রশ্ন তোলেন। সূত্র , হিন্দুস্তান টাইমস।
 

news24bd.tv/ডিডি