মাদারীপুরের কালকিনিতে খাল থেকে একটি কুমির ধরে এনে পিটিয়ে মারা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালকিনির পালরদী নদীতে কিছুদিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। শনিবার নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে কুমিরটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমান। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে। এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু উৎসুক জনতা আগেই প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত কুমিরটি...
খাল থেকে কুমির এনে মারল জনতা
মাদারীপুর প্রতিনিধি

ঈদযাত্রায় সিরাজগঞ্জ রুটে গাড়ির চাপ থাকলেও নেই ভোগান্তি
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে রাজধানী ছাড়ছে নগরবাসী। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপে চলাচল করা মানুষের সংখ্যা। যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। আজ শনিবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কড্ডার মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও চিরচেনা যানজটের এই মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,...
পীরগঞ্জে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার চতরায় হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ জনের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটি পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস। ঈদ সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চতরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া আহম্মেদ। তিনি বলেন, মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনোভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত...
যাত্রীদের চাপ বাড়ায় যা করলেন লঞ্চ মালিকরা
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন শুরু করে লঞ্চ কর্তৃপক্ষ। মূলত এ অভিযোগের ভিত্তিতে চার লঞ্চ মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৯ মার্চ) দিনভর শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, দীপু মিয়াকে ৬০০ টাকা ও মো. লিটনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটুরিয়া লঞ্চঘাটে একই অপরাধে মেসার্স সাইম শিপিং লাইসেন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ঈদে যেমন থাকবে আবহাওয়া ২৯ মার্চ, ২০২৫ এ প্রসঙ্গে পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর