কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২ মার্চ) রাতে উপজেলার বাহারছড়া কচ্চপিয়া করাচি পাড়াতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহিম টেকনাফ বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্চপিয়া করাচি পাড়ার বাসিন্দা। নিহত নুর বেগম তার দ্বিতীয় স্ত্রী। টেকনাফ বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শোভন কুমার শাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আব্দুর রহিমকে আটকের চেষ্টা করে। কিন্তু সে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার রাতে আব্দুর রহিম তার দ্বিতীয় স্ত্রী নুর...
স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্ত্রী খুনের অভিযোগ
অনলাইন ডেস্ক

যশোরের সেই ফুচকা বিক্রেতা গ্রেপ্তার
যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরের সেই ফুচকা বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দোকানের ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়। ওই দোকানিকে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ঢাকুরিয়া উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেয়। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার ও চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা...
নোয়াখালীতে জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এদিকে মেডিকেল করার জন্য দুই বোনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। ভিকটিং শিশুকে মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত...
নদীতে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য, অতঃপর...
অনলাইন ডেস্ক

ধলেশ্বরী নদীতে নৌকা নিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র মহড়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্রুপের ১৬ জনকে আটক করেছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে উল্লেখ রয়েছে, ২ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর