ভালো কাজের আশায় পাচারের শিকার হওয়া সাত বাংলাদেশিকে ভারতে আটক হওয়ার পর দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবকদের পরিচয় জানা গেছেযশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম ও চালতেবাড়িয়া গ্রামের আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নবীনগর এলাকার ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মিন্টু বাড়ই, মাদারীপুরের রাজর গ্রামের আয়নাল মাতবর, শরীয়তপুরের দক্ষিণ বিলাসখান গ্রামের রিপন খলিফা এবং নড়াইলের শুকতা গ্রামের শহিদুল শেখ। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি সহায়তার জন্য বেসরকারি সংস্থা জাস্টিস...
পাচার হওয়া সাত বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
অনলাইন ডেস্ক

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)। আজ রোববার (২৭ এপ্রিল) ভোরে যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে ঘটনাটি ঘটে। নিহত ওবাইদুল রহমান (৩০) মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ৩/৪ জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে। বিএসএফের হাত থেকে অন্য বাংলাদেশিরা পালিয়ে আসলেও ওবাইদুল তাদের হাতে ধরা পড়ে যায়। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, এদিন রাত ১টার দিকে ওপারে গোলগুলির শব্দ শুনে তিনি ওবাইদুলের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান সবাই কান্নাকাটি করছেন। এতে ধারণা করা...
রাতে কালবৈশাখী ঝড়ে উড়ে গেলো শত শত ঘরবাড়ি
নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তরের জেলা রংপুরে গত রাতে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার গঙ্গাচড়া, তারাগঞ্জ, কাউনিয়া এবং পীরগাছা উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তাণ্ডব চলে। কয়েক মিনিটের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, ধান, পাটসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ-গাছালির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত শনিবার রাত পৌনে ১১টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। এতে কয়েকটি উপজেলায় শতাধিকের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।...
ধর্ষণে শিকার জুলাই শহীদকন্যার আত্মহত্যা নিয়ে যা জানালো পরিবার
অনলাইন ডেস্ক

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ের (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে পটুয়াখালীর শেখেরটেকের একটি ভাড়া বাসায় তার মরদেহটি উদ্ধার করা হয়ে। পরিবারের ভাষ্য, মারাত্মক মানসিক যন্ত্রণায় কারণে এই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। পারিবার সূত্র জানায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই তিনি মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে পড়েন তিনি। সর্বশেষ এসব চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে দাবি করে নিহতের পরিবার। এদিকে দুমকি থানার ভারপ্রাপ্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর