জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ আহ্বান জানান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাহউদ্দিন বলেন, আমি আহ্বান জানাব, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই-আগস্ট এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ আগস্টেই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের...
৫ আগস্ট নির্বাচন চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে ভোটের মাধ্যমে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের সব পর্যায়ে নির্দিষ্ট সময় পরপর ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। রোববার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে। তিনি বলেন, বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না। বিএনপি বড় দল- এমন বড়াই করে লাভ নেই, জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। তবে আওয়ামী লীগকে গণহত্যার...
জিয়াউর রহমানের নাম মুছতে গিয়ে তাদের নেতার নামই মুছে গেছে: ফখরুল
অনলাইন ডেস্ক
জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, তা মোছা যাবে না। এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উল্টো তাদের নেতা ও দলের নাম জনগণ মুছে দিয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদেরই নেতার (বঙ্গবন্ধু)...
কিংস পার্টি গড়ার সুযোগ খুঁজছে সরকার: হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার এখন কিংস পার্টি গড়ার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ২১ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমন প্রশ্নও তোলেন তিনি। রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা। ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। এ সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। মেজর হাফিজ আরও বলেন, বিএনপির ওপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর