চলতি বছরের প্রথম ১৮ দিনে দেশে এসেছে ১২০ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ( ১২২ টাকা হিসাবে) ১৪ হাজার ৭২৩ কোটি টাকা। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, জানুয়ারির প্রথম ১৮ দিনে দেশে এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৭২ কোটি ৮ লাখ ডলার। এ হিসাবে জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স প্রবাহ।
জানুয়ারির প্রথম ১৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।