সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. হায়দার। তিনি জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, ২০০৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। তবে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান এবং দীর্ঘ ১৭ বছর পর কারাগারের অভ্যন্তরীণ জীবন থেকে মুক্তি লাভ করেন। বাবরের মুক্তির পর তার পরিবার ও রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত...
লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
মামলা না নেওয়ায় ওসি বরখাস্ত
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে দেরি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। এদিকে সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে। এ ঘটনায় বক্তব্য জানতে ওসি তৌহিদ আহম্মেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়। ব্যাবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার...
কারও সাথে দ্বন্দ্ব নেই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই: মিন্টু
পিরোজপুর প্রতিনিধি
কোনো দলের সঙ্গেদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। তবে ক্ষমতায় থাকাকালীন যারা লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেছেন তিনি। বলেন কিন্তু যারা অন্যায় করেনি, তাদের বিরুদ্ধে বিএনপির কোন অভিযোগ নেই। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের টাউন ক্লাব এর হলরুমে পিরোজপুর বিএনপির আহবায়ক কমিটির সাথে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপির কিছু আসে যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে। যারা এ অন্যায়ের...
অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে ভোটের মাধ্যমে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের সব পর্যায়ে নির্দিষ্ট সময় পরপর ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। রোববার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে। তিনি বলেন, বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না। বিএনপি বড় দল- এমন বড়াই করে লাভ নেই, জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। তবে আওয়ামী লীগকে গণহত্যার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর