নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন যারা

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল উইক্রেমেসিংহে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৮ জুন) রাত ৮টায় মোদির শপথ গ্রহণের কথা রয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

এবারের লোকসভা নির্বাচনে ২৯৩টি আসন পেয়ে নরেন্দ্র মোদির এনডিএ জোট সরকার গঠনের বৈধতা পেয়েছে।

বিরোধী দলে থাকা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।  

ভুটান, নেপাল ও মরিশাসের রাষ্ট্রপ্রধানদেরকেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চলেছেন মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলোকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। মোট ৮ হাজার ভিভিআইপি সেবারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 

২০১৪ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের সময় সার্কের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বুধবার (৫ জুন) টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মোদি। এসময় উভয় নেতা একটি বিকশিত ভারত ও স্মার্ট বাংলাদেশ অর্জনে একত্রে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৬ জুন) আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠাবে ভারত সরকার।

news24bd.tv/ab