তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতা মাঠে আছে, মাঠে থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে নাহিদ বলেন, ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে, তার দায় দেশটির সরকারকেই নিতে হবে। তিনি আরও বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। ভারত শেখ...
ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ
অনলাইন ডেস্ক
![ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738771742-b5c21c41d62fb66b3cbe96b4a381c078.jpg?w=1920&q=100)
বিগত সরকারের সঙ্গে সম্পর্কের অভিযোগ, শিক্ষার শীর্ষ দুই কর্মকর্তাকে সরানো হচ্ছে
অনলাইন ডেস্ক
![বিগত সরকারের সঙ্গে সম্পর্কের অভিযোগ, শিক্ষার শীর্ষ দুই কর্মকর্তাকে সরানো হচ্ছে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738769993-d02afbe3dcd983730543dff12b352145.jpg?w=1920&q=100)
শিক্ষা প্রশাসনে শীর্ষ দুই দপ্তরের মহাপরিচালককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক ড. মো. জুলফিকার হায়দারকে পদায়ন করা হয়। তাদের নিয়োগের পর থেকেই তাদের বিরুদ্ধে বিগত সরকারের সঙ্গে সখ্যতার অভিযোগ উঠে এবং এর ফলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্কের মধ্যে মাউশির নতুন ডিজি শেখ হাসিনার ফুফাতো ভাই সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠতা নিয়ে তীব্র আপত্তি ওঠে। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রদের মুভমেন্টকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন। এসব অভিযোগ এবং তথ্য-উপাত্ত মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়ের তাকে রক্ষা করতে চেষ্টা...
দুদকে ৭ উপ-পরিচালকসহ ৮ পদে রদবদল
অনলাইন ডেস্ক
![দুদকে ৭ উপ-পরিচালকসহ ৮ পদে রদবদল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738769534-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) বর্তমান সভাপতি উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ ৭ উপ-পরিচালক ও একটি সহকারী পদে রদবদল এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশ সূত্রে তথ্যটি জানা গেছে। অফিস আদেশ অনুসারে উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতকে চট্টগ্রাম-১ থেকে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামকে ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয় থেকে নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়। অপর দিকে আদেশে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে এবং কক্সবাজারের উপপরিচালক সুবেল আহমেদকে চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ে আর নওগাঁ সমন্বিত জেলা...
প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার
অনলাইন ডেস্ক
![প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738769173-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
ভারতীয় গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট অপসারণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার আদেশ দাবিতে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক টিম পরিচালিত অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। পিআইবি ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারি প্রচার মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট অপসারণের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃতপক্ষে, বাংলাদেশ বেতার প্রকাশিত একটি অফিস আদেশের তথ্যকে বিকৃত করে ওই তথ্য প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ খুঁজে পাওয়া যায়। অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র/ইউনিটের ওয়েবসাইট এবং ফেসবুক পেজসমূহ পর্যালোচনা করে সরকারি নীতিমালা বহির্ভূত সকল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর