মিয়ানমারের সংঘাতের জের ধরে চলাচল পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফে নাফনদীতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে টেকনাফের কোনো নৌযান যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় না যায় তার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ সতর্কতা। একই সঙ্গে জরুরি প্রয়োজনে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান কোস্টগার্ডের নিরাপত্তায় চলাচল করবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এমন সিদ্ধান্ত গ্রহণের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাফনদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরা বন্ধ রয়েছে। তা গত সরকারের আমল থেকে কার্যকর। এখনও নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে নাফনদী দিয়ে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার যাতায়াত করতে পারবে। এক্ষেত্রে কোনভাবেই যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের কাছাকাছি না যায়, তার জন্য বিশেষ সতর্কতা জারি করা...
সেন্টমার্টিনে যাত্রীবাহী নৌযান চলবে কোস্টগার্ডের পাহারায়
অনলাইন ডেস্ক
মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪ জেলায়
নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৪ ডিসেম্বর) দেশের চার জেলায় চলতি মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের এই প্রকোপ ছিল তিন জেলায়। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। আগামীকাল রোববার থেকে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। তবে এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের মধ্যভাগে রোদের দেখা মিলতে পারে। আজ...
হাওরে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন, অষ্টগ্রামের কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার ছারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নামে অষ্টগ্রাম ও নাসিরনগর থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের মধ্যে শাহজাহান চিহ্নিত ডাকাত বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার বিষয়ে পরে আইনী পদক্ষেপ নেওয়া হবে। ওসি আরও বলেন, হাওরের পানি কমে যাওয়ায় ডুবে যাওয়া রাস্তাগুলো ভেসে উঠেছে। ফলে গরু-মহিষ চুরিও বেড়ে গেছে। এ কারণে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। নিহত দুজন শনিবার ভোরে অষ্টগ্রামের মনোহরপুর...
উড়িরচরে ড. আকবর হোসাইন বহুমুখী একাডেমির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে ডক্টর মো. আকবর হোসাইন বহুমুখী একাডেমির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। উদ্যোক্তা জানান, ওই একাডেমিতে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিবন্ধী শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. আকবর হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক মু. আক্তারুজ্জামান সুজন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল আহসান, ইউপি সদস্য আবদুর রহিম প্রমুখ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর