বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিত দিয়েছেন, যেই জিয়া সার্ক গঠন করেছেন, যেই জিয়া খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দিয়েছেন, যে জিয়ার রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে সমস্যা সমাধান করেছেন; সেই জিয়াবাদ নিয়ে দয়া করে কোনো মন্তব্য করবেন না। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর, জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না-এই বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে...
নাগরিক কমিটির আহ্বায়কের বক্তব্যের জবাব দিলেন জয়নুল আবদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (জানুয়ারি ২৩) এরই ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোজঁ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা মহান, ডা. ফাহিম প্রমুখ। উল্লেখ্য, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনো তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে...
‘সরকার সংস্কারের কথা বলছে, তাহলে কি চার-পাঁচ বছর অপেক্ষা করবো?’
নিজস্ব প্রতিবেদক
বর্তমান পরিস্থিতিতে দেশে দ্রুত জাতীয় নির্বাচন না হলে বিভিন্ন শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রেস ক্লাবে এক সভায় মির্জা ফখরুল বর্তমান সংকট উত্তরণে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এসময় মির্জা ফখরুল বলেন, গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর কারণ আছে। বর্তমান সরকারের কিছু কিছু বিষয়ে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা পালন করতে পারছে না। বিএনপির আশা নিরপেক্ষতা পালন করবেন ড. ইউনূসের সরকার। দেশের সংকট মোকাবিলায় তারা কাজ করবেন। বিএনপি মহাসচিব বলেন, নানা রকম তর্ক-বিতর্ক হচ্ছে। পট পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় দেশের জনগণ৷ মৌলিক অধিকার,...
নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় নিউমার্কেট থানা পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, মশিউর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এই মামলাগুলো যথাক্রমে নিউমার্কেট, শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা হয়েছে। ওসি মোহসীন উদ্দিন আরও বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে জুলাই মাসের ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগ রয়েছে। তিনি জানান, মশিউর রহমানকে রাত ৮টার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে পাঠানো হবে। পরে তার জিজ্ঞাসাবাদ করা হবে এবং যদি প্রয়োজন হয়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর