ঈদুল আজহার দুইদিনে আহত ৪০০ 'মৌসুমি কসাই'

সংগৃহীত ছবি

ঈদুল আজহার দুইদিনে আহত ৪০০ 'মৌসুমি কসাই'

মাসুদ সুমন

ঈদুল আজহায় দুইদিনে গরুর লাথি, গুঁতা ও ছুরিতে কেটে আহত হয়েছেন অন্তত ৪০০ মৌসুমি কসাই। এদের মধ্যে অনেকের শরীরের হাড় ভেঙেছে, কেটেছে হাত-পায়ের রগও। আহতের সংখ্যা বেড়েছে সড়ক দুর্ঘটনায়ও।  

আহতদের বেশিরভাগ চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, পেটে আঘাত নিয়ে ঢাকা মেডিকেলের ১০১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বেডে কাতরাচ্ছেন নারায়ণগঞ্জ সদর থেকে আসা আমির হোসেন। গতকাল গরু কোরবানি দিতে গিয়ে ষাড়ের গুতায় আহত হয়েছেন তিনি।  

শুধু আমির হোসেন নয়, ঈদুল আজহার দুই দিনে শুধুমাত্র রাজধানীতেই মাংস কাটার সময় আহত হয়ে অন্তত ৩০০ রোগী চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। যাদের কারো হাত-পা কাটা, কারো পেট, রগ, শিরা কাটা ছিল।

 

চিকিৎসকরা জানান, আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই ও কোরবানি দাতা এবং তাদের স্বজন।  

একই চিত্র পঙ্গু হাসপাতালের। এখানেও চিকিৎসা নিয়েছে অন্তত ২০০ রোগী। পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও।  

তবে সড়ক দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই মোটরসাইকেল চালক ও যাত্রী।  

news24bd.tv/TR