স্লোভাকিয়াকে রুখে দিয়ে শেষ ষোলোর স্বপ্ন ইউক্রেনের

স্লোভাকিয়াকে রুখে দিয়ে শেষ ষোলোর স্বপ্ন ইউক্রেনের

অনলাইন ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচে হট ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে চমক দেখায় স্লোভাকিয়া। ঠিক বিপরীত চিত্র ছিলো ইউক্রেনের। রোমানিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় তারা। কিন্তু সেসব পেছনে ফেলে ২-১ স্লোভাকিয়াকে হারিয়ে 'ই' গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে ইউক্রেন।

রোমানিয়া ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে ইউক্রেন। কিন্তু ডুসেলডর্ফে তাদের ওপর শুরু থেকে চড়াও হয় স্লোভাকিয়া। একের পর এক আক্রমণে জাগিয়ে তোলে গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত সফল হয় ১৭তম মিনিটে।

হারাসলিনের ক্রস থেকে দারুণ হেডে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ইভান শ্রাঞ্জ।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তিনিই ছিলেন নায়ক। কিন্তু আজ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ৫৪ মিনিটে অলেক্সান্দার জিনচেনকোর ক্রস থেকে ঠাণ্ডা মাথায় তাদের সমতায় ফেরান মিকোলা শাপারেনকো। এরপর ৮০ মিনিটে জয়সূচক গোলটি আসে রোমান ইয়ারেমচুকের পা থেকে। যার ফলে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের দুইয়ে উঠে এসে খেলা জমিয়ে তুলেছে ইউক্রেন। কারণ সমান পয়েন্ট নিয়ে তিনে স্লোভাকিয়া এবং শীর্ষে রোমানিয়া। যেখানে বেলজিয়াম এখনো নিজেদের খাতাই খুলতে পারেনি।

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক