অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি, এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান আরিফ। তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হাসান আরিফ। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।...
উপদেষ্টা হাসান আরিফ আর নেই
অনলাইন ডেস্ক
আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব প্রতিবেদক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান। তিনি বলেন, ২২টি বিভাগে মাত্র ৩০টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করেছি। শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ইউনিটে মোট এক হাজার ৩৯৫টি আসন বরাদ্দ ছিল। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭১৬টি, বি ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা) ৩১৩টি আসন ছিল। ড. মিজানুর রহমান বলেন, যতই মেধা তালিকা প্রকাশ করা হোক না কেন কিছু আসন ফাঁকা থাকবেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক কম। তবে ফাঁকা আসন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি...
নাগালে মুলা, টমেটোতে আগুন, স্থিতিশীল মাছ
নিজস্ব প্রতিবেদক
এ সপ্তাহে বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় দুই-তিন ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুলা, যার কেজি ৩০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো, প্রতি কেজি ১৪০ টাকায়। এদিকে মাছের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি, মুরগি ও গরুর মাংস। শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজি ও মাছ-মাংসের দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপিও ৪০ টাকায়। প্রতি কেজি নতুন টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়, মুলা প্রতি কেজি ৩০ টাকায়, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, গাজর প্রতি কেজি ৮০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকায়, পেঁয়াজ ফুল প্রতি আঁটি ২০ টাকায়, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকায়, শালগম প্রতি কেজি ৫০...
২২ ডিসেম্বর থেকে সবার কাছে পৌঁছে যাবে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও সবার কাছে পৌঁছে যাবে পতিত সরকারের রোষানলে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করে দৈনিক আমার দেশ পত্রিকা। সংবাদ সম্মেলনে বিশিষ্ট এই সাংবাদিক বলেন, জঙ্গিবাদসহ বিভিন্ন কাহিনীতে একপাক্ষিক আচরণ করেছে অনেক বড় বড় পত্রিকা, যা সাংবাদিকতার মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া বাংলাদেশে বেশিরভাগ গণমাধ্যমে ইসলামোফোবিয়া আছে মন্তব্য করে তিনি বলেন, এই ফোবিয়া প্রতিহত করে সঠিক সংবাদ উপস্থাপন করবে আমার দেশ। তিনি আরও বলেন, শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, পরবর্তীতে যেই হাসিনার পদাঙ্ক অনুসরণ করবে, তার বিরুদ্ধে সোচ্চার থাকবে দৈনিক আমার দেশ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর