আজ শুক্রবার বাদ এশা বায়তুল আমান জামে মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ২২ ডিসেম্বর তার মেয়ে বিদেশ থেকে আসার পর দাফনের সময় নির্ধারণ হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে হার্ট অ্যাটাকে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ মারা যান।...
হাসান আরিফের প্রথম জানাজা রাতেই, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
অনলাইন ডেস্ক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, হাসান আরিফের মৃত্যু দেশের বিচার ব্যবস্থার জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান জাতি চিরকাল স্মরণ করবে। ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এ এফ এম হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি ভারতের কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে...
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, ছুটে গেলেন ল্যাবএইড হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
মিশোরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। সঙ্গে সঙ্গে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ছুটে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দুবাই থেকে ফেরার পর শুক্রবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ শুনতে পান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর আগে ১৭ ডিসেম্বর রাতে ডি-৮ শীর্ষ সম্মেলনে...
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান সাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর