বিএনপির যুগ্ন মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আর কোন অবৈধ সরকার যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকতে পারে। আমরা চাই জনগণের সরকার আর যেন কোন ব্যক্তির সরকার না হয়। আমাদের লড়াই সেইদিন সফল হবে যেদিন বাংলাদেশের জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হবে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে সমর্থন দেয় তাহলে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে স্বর্ণযুগ তৈরী হবে। শুধু ক্রীড়া নয় কৃষি, শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে স্বর্ণযুগ ফিরে আসবে। যা গত কয়েক বছরে আমরা হারিয়ে ফেলেছিলাম। এ সময় তিনি আক্ষেপ করে বলেন,...
‘কোন অবৈধ সরকার যেন রাষ্ট্র ক্ষমতায় না থাকে’
ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় চরাঞ্চলের প্রায় সহস্রাধিক শীর্তাত মানুষের মাঝে শীতের পোশাক এবং শুকনো খাবার বিতরণ করা হয়। গাইবান্ধায় র্যাব-১৩ এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট, নাদিয়া সুলতানা। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি নাদিয়া সুলতানা বলেন, এ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতির মনোভাব তৈরিতে সহায়তা করে এবং তাদের শীতকালে আরামের ব্যবস্থা করবে। news24bd.tv/তৌহিদ
পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে আর নেই
অনলাইন ডেস্ক
পল্লিকবি জসীম উদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার ওরফে বাসু (৮২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্তমতে আজ রাতে তার মরদেহ ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীম উদ্দীনের পৈতৃক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গত সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অম্বিকাপুরে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিজীবনে ড. জামাল...
উদ্ধার হলো থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ছিনতাইকারী চক্রের তৎপরতা ঠেকাতে পুলিশ অভিযান চালায়। তবে অভিযানে চক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করা না গেলেও, সাগরিকা এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি রিভলভার এবং ১৬টি বুলেট। বুধবার সকালে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালপাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্র ধরতে অভিযান চালানো হয়েছিল। তবে অস্ত্রগুলো উদ্ধার হওয়ার পর বিষয়টি অন্যদিকে মোড় নেয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রভাণ্ডারের অংশ। ওই সময় ছাত্র-জনতার বিজয় উল্লাসের সুযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম লুট করে। ওসি আজাদ আরও জানান, লুট হওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর