জনপ্রশাসন সংস্কার কমিশন স্থায়ী বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন প্রতি বছর বৃদ্ধির সুপারিশ করেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত সূচক বিশ্লেষণ করে মূল বেতন বার্ষিক ভিত্তিতে সমন্বয় করতে পারে। তবে এই বৃদ্ধির হার ৫ শতাংশের বেশি হবে না। এই লক্ষ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠনের পরামর্শ দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়াও, সরকারি চাকরিজীবীরা ১৫ বছর কর্মরত থাকার পর স্বেচ্ছায় অবসরে গেলে তাদের পেনশনসহ সব অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, বাধ্যতামূলক অবসর বা...
সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
সংস্কার কমিশনের প্রতিবেদন অধিকার প্রত্যাশীদের অনন্য দলিল: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কারকমিশনের প্রতিবেদন হাতে পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব প্রতিবেদনকে দেশ ও বিশ্বের অধিকার সচেতন মানুষের জন্য একটি অনন্য দলিল হিসাবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন,এসব প্রতিবেদন এখন সবার সামনে প্রকাশ করা হবে যাতে ঐকমত্যে পৌঁছানো যায়। বুধবার দুপুরে, নিজ কার্যালয়ে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় প্রতিবেদনের সারসংক্ষেপ পড়ে জানান প্রধান উপদেষ্টা। পরে কমিশনের সদস্যদের সামনে বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশের রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্যে পৌঁছানোর জন্য এসব প্রতিবেদন প্রকাশ করা হবে। এর ভিত্তি ধরেই সংস্কার বাস্তবায়ন হবে। এর জন্য দুই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তারা এখানে যে আশার কথা শুনিয়েছেন, এটা...
‘আসন্ন গরমে ৭০০-১৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে’
নিজস্ব প্রতিবেদক
আসন্ন গরমে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং করতে হতে পারে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৫ ফেব্রুয়ার) বিকেলে রাজধানীর গণি রোডের বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গরমে লোডশেডিংমুক্ত রাখার চেষ্টা করা হবে। তবে শতভাগ হবে এমনটা বলা যাবে না।চাহিদা ও যোগানে ভারসাম্য রাখা হবে, যেন কারিগরি সমস্যা ব্যতীত লোডশেডিং না হয়। জ্বালানি উপদেষ্টা জানান, এ বছর রমজানের জন্য ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং গ্রীষ্মের জন্য ১৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। এই বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহে ইতোমধ্যেই অর্থ বিভাগ থেকে ডলার প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি বলেন,...
‘হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে’
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রচার করার সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিউজ টোয়েন্টিফোরকে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইন কথা বলার সুযোগ নিয়ে দেশি মিডিয়ার সতর্ক ও দায়িত্বশীল আচরণ করা উচিত। ভারতও এক্ষেত্রে শিষ্টাচারবহিভূর্ত আচরণ করছে। এ বিষয়ে কূটনৈতিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে। তারা না মানলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে। গণঅভুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন প্রায় দুইমাস। এরপর প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এরপর থেকে নানাভাবে দেশে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত