বৃষ্টি হলে শিরোপা জিতবে কারা?

বৃষ্টি হলে শিরোপা জিতবে কারা?

অনলাইন ডেস্ক

কিছুক্ষণ পরই টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এরপরই পর্দা নামছে এবারের আসরের। ক্রিকেট বিশ্ব দেখবে নতুন কোনো চ্যাম্পিয়ন নাকি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন? এই প্রশ্নটির খোলাসা হবে আজ। শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে এই টুর্নামেন্টের দুই অপরাজিত পরাশক্তি ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠা প্রোটিয়ারা চাইবে শিরোপা উঁচিয়ে ধরতে। অন্যদিকে ২০১৩ সালের পর থেকে শিরোপা বঞ্চিত ভারতীয়রাও মুখিয়ে আছে নিজেদের দ্বিতীয় টি২০ শিরোপা জিততে।

তবে ২০ ওভারের বিশ্বকাপ ফাইনালে বাঁধা হতে পারে বেরসিক বৃষ্টি।

কারণ, টুর্নামেন্টজুড়েই বৃষ্টি খেলার স্বাভাবিক গতিতে ব্যাঘাত ঘটিয়েছে। শনিবার ব্রিজটাউনেও হানা দিতে পারে বৃষ্টি। এজন্য অবশ্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে যদি বৃষ্টি হলেও চিন্তার কোনো কারণ নেই। ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডে রাখা আছে। কোনো কারণে শনিবার (২৯ জুন) পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রোববার (৩০ জুন)।

দুই দিনেও যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে উভয় দল যুগ্মভাবে ট্রফি জিতবে। না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে।

‘টাই’-এর ক্ষেত্রে অবশ্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তা হলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

উল্লেখ্য, ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে আইসিসি। সেইবার ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার, দু’টিই টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড।

ওই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। নিয়ম বদল করে ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে এমনটিই জানায় আইসিসি।

news24bd.tv/SC