ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টি-টোয়েন্টির এই মারদাঙ্গা ম্যাচে উত্তেজনার কমতি থাকে না। দেশের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রূপে সেজেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির ১১তম আসরটি শুরু হলো মিউজিক ফেস্ট দিয়ে। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী ঘোষণায় আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,...
বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার ২০২৫ সালের সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক
গত বিশ্বকাপ জয়ের পর থেকেই উড়ছে আর্জেন্টিনা। তাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ মিলছে র্যাঙ্কিংয়েও। টানা দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করছে আলবিসেলেস্তেরা। আসছে বছর আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইনদের ব্যস্ততা থাকবে মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েই। কনমেবল অঞ্চলদের প্রতিটি দেশ এখন পর্যন্ত বছাইপর্বের ১২টি করে ম্যাচ খেলেছে। যেখানে টেবিলের শীর্ষ অবস্থান করছেন লিওনেল মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫। টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ের তাদের থেকে ৫ পয়েন্ট কম। আপাতত দৃষ্টিতে বিশ্বকাপ বাছাই পার করা তেমন কঠিন কিছু মনে হচ্ছে না আর্জেন্টিনার জন্য। এই মিশনে ২০২৫ সালের মার্চে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। ২১ মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ হবে উরুগুয়ের মাঠে। এর...
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ
অনলাইন ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার জানা গেলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচগুলোর দিন, তারিখ ও ভেন্যু। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ানের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ভারতের ম্যাচগুলো রাখছে সংযুক্ত আরব আমিরাতে। আরও পড়ুন ইতিহাস গড়লেন জ্যোতি ২৩ ডিসেম্বর, ২০২৪ এ বিষয়ে পিসিবির মুখপাত্র আমির মীর...
ইতিহাস গড়লেন জ্যোতি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইতিহাসের পাতায় নাম লেখালেন। বাংলাদেশের নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে এখন প্রথম সেঞ্চুরিয়ান তিনি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার এই ইনিংস ২০টি চার, ২ ছক্কার সমন্বয়ে তৈরি হয়। ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা জ্যোতি। নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানও বনে গেলেন তিনি। জ্যোতির সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিলো সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর