ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ কার্ড বের করেছে বাংলা একাডেমি। সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত ওই কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করা হয়েছে। এতে বাংলা একাডেমি ঈদ বানানটি ব্যবহার করেছে। এরপরই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি বাংলা একাডেমি ইদ থেকে ঈদ বানানে ফিরছে? এই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকের একটি পোস্ট। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমিইদ থেকে ঈদ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত। বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালকের ঈদ শুভেচ্ছার ঈদ কার্ডে ব্যবহার করা হয়েছে ঈদ মোবারক। এই কার্ডটিও...
তবে কি ‘ঈদ’ বানানে ফিরলো বাংলা একাডেমি?
অনলাইন ডেস্ক

শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা
বাসস

শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সাথে...
অন্তর্বর্তী সরকারের ওপর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে এটিকে উভয়পক্ষই অত্যন্ত ফলপ্রসূ, গঠনমূলক এবং উষ্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে শফিকুল আলম জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর, যা এখন পর্যন্ত অত্যন্ত সফল হিসেবে বিবেচিত হচ্ছে বলেও পোস্টে জানান প্রেস সচিব। প্রেস সচিব জানান, প্রেসিডেন্ট...
প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস-চেয়ারম্যান ইয়াও ওয়াং। সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়। আজ শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিসিপিআইটি একটি আধা-সরকারি প্রতিষ্ঠান, যা চীনের বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে। জানা গেছে, বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর