প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবিদ ইনাম আহমদ চৌধুরী মারা গেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর ঢাকার বনানীর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার ছেলে নাদীম চৌধুরী জানিয়েছেন, ইনাম আহমদের মেয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি ফেরার পর আগামী বৃহস্পতিবার ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন ইনাম আহমদ। স্বাধীন বাংলাদেশে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। অবসরের পর ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায়...
ইনাম আহমদ চৌধুরী আর নেই
অনলাইন ডেস্ক
সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল। র্যাবের গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, সিরাজগঞ্জের তাড়াশ থানার এটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডা. আব্দুল আজিজ একজন শিশু বিশেষজ্ঞ। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাজধানীর কারওয়ান বাজারে পদ্মা জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় সোমবার রাত ১১টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি চেম্বারে ঢোকে। এরপরই র্যাবের পোশাকে এসে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালে সিরাজগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তিনি। স্বাধীনতা...
পিলখানায় শহীদ অফিসারদের পরিবারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সোমবার (৩ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। অতঃপর শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। তার মধ্যে, ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা ইত্যাদি উল্লেখযোগ্য। সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে শোনেন এবং যথাসম্ভব বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।...
যেসব শর্তে আন্দোলন স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবিতে আন্দোলন করে আসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসে সোমবার রাতে আন্দোলন স্থগিত করেন তারা। এদিন রাতে মহাখালীতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে যুগ্মসচিব মো. নুরুজ্জামান জানান- জমি, আবাসন ও পরিবহন সংকট নিরসনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয়া হবে। এসময় তিনি বলেন, তিতুমীর কলেজে একইসাথে অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং এর ব্যবস্থা করা হবে। ১৫০ জন নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীরা জানায়, সাত দফা দাবির ৬টি দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ৭ দিনের মধ্যে সব দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর