ফ্রান্সের ঐতিহাসিক গির্জায় আগুন

ফ্রান্সের ঐতিহাসিক গির্জায় আগুন

অনলাইন ডেস্ক

ফ্রান্সের বিখ্যাত রুয়েন ক্যাথেড্রালে আগুন লেগেছে। শহরের মেয়র নিকোলাস মায়ার-রসিগনল তার অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র বলেছেন, আগুনের উৎস এখনো অজানা। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের জড়ো করা হয়েছে।

একাদশ শতাব্দীতে নির্মিত ভবনটি নকশা এবং রঙ বিখ্যাত ফরাসি ইমপ্রেশনিস্ট ক্লদ মোনেটের দ্বারা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনের চূড়ার দিকে আগুন ছড়িয়ে পড়ছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গথিক নটরডেম দে রুয়েন ফ্রান্সের সবচেয়ে লম্বা গির্জার চূড়া রয়েছে, যা মাটি থেকে ১৫০ মিটার উপরে রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেড্রালটি খালি করা হয়েছে এবং ভবনটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে।

স্থানীয় প্রিফেকচার পরে এক্স-এ বলেছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কাঠামোর ক্ষতির পরিমাণ আপাতত স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিগুলো ২০১৯ সালে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে আরেকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। সংস্কারকালে আগুন লেগে সে সময় নটরডেমের আইকনিক স্পায়ার ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলো। যদিও আগুন লাগার বিষয়টিকে কোনো নাশকতা হিসেবে ধরা হচ্ছে না।

প্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথেড্রালের সংস্কার চলছে। ক্যাথেড্রালের পুনর্গঠন প্রকল্পের প্রধান ফিলিপ জোস্ট জানিয়েছেন, এই গ্রীষ্মে প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগে স্পায়ারটির পুনর্নিমাণ শেষ হবে। কিন্তু আগামী ডিসেম্বর পর্যন্ত ক্যাথেড্রালটি পুনরায় উন্মুক্ত করা হবে না। (সূত্র: আরটি

news24bd.tv/SC