অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার আয়নাঘর পরিদর্শনে যান তরুণ উপদেষ্টা মাহফুজ আলম। পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আয়নাঘর দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা বলেন, নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘাত জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা। তিনি বলেন, আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি। মাহফুজ আলম বলেন, আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী...
আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করলেন মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
![আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করলেন মাহফুজ আলম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739376963-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
![মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না: আসিফ মাহমুদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374825-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আওয়ামী লীগ সরকার তাদেরও আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন। সেই আয়না ঘরের অভিজ্ঞতা নিয়ে আজ রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সেখানে লিখেছেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। এমন সেল ছিল ৯টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। পোস্টটি শেয়ার করা এক ঘণ্টার মধ্যে ৭৮ হাজার মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। কমেন্ট করেছেন ৫ হাজার ৭০০ জন। এর পোস্টের ৬ ঘণ্টা আগে আরেকটি পোস্টে আসিফ মহামুদ লেখেন, আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিল। নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি। দেয়ালের...
হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
![হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা: হাসনাত আবদুল্লাহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371418-99b6a286ed645bc120faafca2f0e52b5.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই পোস্টের মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হাসনাত আবদুল্লাহ পোস্টে সাদেকুর রহমান খানের একটি বক্তব্য শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, আয়নাঘরের প্রতিশোধ আমরা আজকেই চাই। তিনি আরও দাবি করেন, গত ৫ জুলাই গাজীপুরে আওয়ামী লীগের হাতে এক ভাই শহীদ হয়েছেন এবং সেই রক্তের হিসাব আজ সরকারের দিতে হবে। তার ভাষায়, আজ এই রক্তের বদলা না নেওয়া পর্যন্ত কোনো লাশ দাফন হবে না। হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেন যে, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর শহীদের কফিন নিয়ে ইন্টারিম সরকারের কাছে যাবে। তিনি বলেন, এতটুকু না হলে আমাদের...
'গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও'
নিজস্ব প্রতিবেদক
!['গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369189-bfd5267131dc9864e2b2de06eac4b041.jpg?w=1920&q=100)
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুমঘর (আয়নাঘর) পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, এ রকমই একেকটা আয়নাঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপদেষ্টা ও নির্মাতা ফারুকী গুমের শিকার বন্ধু সাজেদুল ইসলাম সুমনকে স্মরণ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো এ রকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এ রকমই কোনো একটা ঘরে অজানা আশংকায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এইরকম একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ, তুমি আমারে এই বারের জন্য বাঁচাইয়া দাও। আমি আর রাজনীতি টাজনীতি করবো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর