নির্বাচন কমিশন (ইসি) জনগণকে তথ্য না দিলে আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জমা দেয়া অডিট রিপোর্টের তথ্য দেয় না। নানা টালবাহানা করে থাকে। তবে আদালতের নির্দেশনা রয়েছে তথ্য দিতে হবে। নির্বাচন কমিশন সব তথ্য দিতে বাধ্য উল্লেখ করে তিনি বলেন, যদি নির্বাচন কমিশন তথ্য না দেয় সেটা আইনের লঙ্ঘন হবে। অতীতে দেশে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ বদিউল আলমের। তিনি বলেন, ২০১৮ সালে দেশে জালিয়াতির নির্বাচন হয়েছে। ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের...
ইসি জনগণকে তথ্য না দিলে আইনের লঙ্ঘন: বদিউল আলম
অনলাইন ডেস্ক

উদ্বোধনের অপেক্ষায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কবর জিয়ারত করলেন উপদেষ্টা
অনলাইন ডেস্ক

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া স্টেডিয়ামটি ২০২০ সালে নাম পরিবর্তন করে করা হয় শেখ কামাল স্টেডিয়াম। এরপর পুরনো স্টেডিয়াম ভেঙে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্টেডিয়াম। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর নির্মীয়মাণ স্টেডিয়ামটি তার নামে নামকরণের দাবি ওঠে। পরবর্তী সময়ে গত বছর নভেম্বরে স্টেডিয়ামকে নতুন নামে নামকরণ করে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করে সরকার। উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক মানের এই স্টেডিয়ামটি আজ বৃহস্পতিবার (৬ মার্চ) উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে শহীদ আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহর সঙ্গে তিনি এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক মানে নির্মিত এই স্টেডিয়ামে ক্রিকেট মাঠের পাশাপাশি ফুটবল খেলারও সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। কুষ্টিয়া জেলা...
সাদপন্থী মুয়াজ বিন নূর জামিনে মুক্ত
অনলাইন ডেস্ক

সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সাদপন্থীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।’ প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়েরপন্থী ও সাদপন্থীরা। এতে তিনজন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। news24bd.tv/আইএএম
ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দালাল বিরোধী অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান চলাকালে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে বলে জানা গেছে, তবে সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর