কোটা সংস্কারের নামে দুরভিসন্ধি রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী 

কোটা সংস্কারের নামে দুরভিসন্ধি রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোনলকারীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আদালতের ওপর ভরসা রেখে ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শেষ না হলে কোটার বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার কোনোই সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

সাবজুডিস বিষয়ে কমিশন গঠনের সুযোগ সরকারের নেই জানিয়ে আরাফাত বলেন, সংসদে আইন প্রণয়নের যে দাবি উঠেছে তা অজ্ঞতাপ্রসূত, আন্দোলনকারীরা বারবার ভিন্ন ভিন্ন দাবি করছে- এতে বোঝা যায় কোটা সংস্কারের নামে তাদের ভিন্ন দুরভিসন্ধি রয়েছে।

মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে কোনো কটাক্ষ মেনে নেওয়া হবে না।

জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

news24bd.tv/তৌহিদ