জন্মদিনের উপহারে শিরোপা চান ইয়ামাল

জন্মদিনের উপহারে শিরোপা চান ইয়ামাল

অনলাইন ডেস্ক

ফাইনালের মাত্র দুই দিন আগেই ১৭ বছরে পা দিয়েছেন স্পেনের নতুন বিস্ময় বালক লামিন ইয়ামাল। সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কাটলেও এখনই জন্মদিন উদযাপন করতে চান না তিনি।

কারণ সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কাটতে কাটতে উচ্চৈঃস্বরে  তিনি বলেছেন, ‘আমি উপহার হিসেবে ইউরো জিততে চাই। ’ তাই বোঝাই যাচ্ছে আপাতত ইয়ামালের অপেক্ষাটা বার্লিনের ফাইনালের জন্য।

ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসতে চান এই তরুণ।

এদিকে জন্মদিনের উদযাপন নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি আমার মাকে বলেছি যদি আমরা ইউরো জিতি তাহলে আমার কোনো উপহার লাগবে না। আমি শুধু আমার বন্ধুদের নিয়ে মাদ্রিদের রাস্তায় উদযাপন করতে চাই। ’ 

২০২২-২৩ মৌসুমে মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার হয়ে অভিষিক্ত হন ইয়ামাল।

এরমধ্যে হয়েছেন লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নাম লেখান ইয়ামাল।

এই বছরেই সুযোগ পান স্পেন জাতীয় দলের হয়ে। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক যেকোনো আসরে গোলের রেকর্ডও গড়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে দূরপাল্লার দারুণ এক শটে গোল করে স্পেনকে সেমিফাইনাল জেতাতে অবদান রাখেন ইয়ামাল।    

news24bd.tv/SC