ট্রাম্পের ওপর হামলাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত

ট্রাম্পের ওপর হামলাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত

অনলাইন ডেস্ক

তৃতীয় বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার কয়েক দিন আগে শনিবার (১৩ জুলাই) উত্তর পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে  ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।  

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও সিবিএস জানায়, ডিএনএ টেস্টের মাধ্যমে এফবিআই নিশ্চিত হয়েছে, টমাস ম্যাথিউ ক্রুকস নামে ২০ বছর বয়সী এক তরুণ এ হামলার সঙ্গে জড়িত। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেলপার্ক এলাকার বাসিন্দা।

এই হামলার ঘটনার পেছনের উদ্দেশ্য জানার চেষ্টা করেছেন দেশটির আইনপ্রয়োগকারী কর্মকর্তারা।

 

এদিকে হামলার কয়েক মিনিটের মধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ‌‌‘মঞ্চস্থ’ শব্দটি ট্রেন্ড হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী ট্রাম্পের ওপর চালানো হামলাকে ‘সাজানো নাটক’ বলেও অভিহিত করেছেন।

news24bd.tv/কেআই/আইএইচ