আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল নেমেছে। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। প্রত্যাশার থেকেও কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে মেলার স্টলগুলোতে, যা মেলার সফলতা এবং উদ্যোক্তা ও ক্রেতাদের খুশি করেছে। মেলার সময় বাড়ানোর দাবিতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা এবং ক্রেতারা বলছেন, ঈদের সময় ঢাকায় যানজট না থাকায় মেলা জমে উঠেছে বেশ। তারা মনে করছেন, যদি মেলার সময় অন্তত এক সপ্তাহ করা যেতো তবে মানুষের আনন্দ আরও বাড়তো। এছাড়া মেলার আরও বিস্তৃত পরিসরের কথা বলছেন তারা। এদিকে, মেলায় ঘুরতে আসা শিশুরাও সময় বাড়ানোর দাবি জানিয়েছে, তারা আরো কিছু দিন আনন্দমেলায় সময় কাটানোর জন্য অপেক্ষা করছে বলে জানায়। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, মেলা অত্যন্ত জমে উঠেছে এবং তাদের ব্যবসা ভালো চলছে। এক...
ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল, সময় বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়
অনলাইন ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লেগে আছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর থেকে বিভিন্ন আন্তঃনগর ও কমিউটার ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা। আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও কমিউটার ট্রেনে টিকিটের জন্য উপচেপড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেছেন, টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এবং অনেক ট্রেনের টিকিট পর্যাপ্ত পরিমাণে ছাড়া হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে মাত্র একটি আসনের টিকিট দেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট, যাতে সবাই ট্রেনে উঠতে পারেন। news24bd.tv/DHL
ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও রেল যোগাযোগ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই ঘোষণা দিয়েছিল, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও অন্যান্য দিনে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলবে। এ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করে মতিঝিলের উদ্দেশ্যে। একইভাবে, সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায়। এদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আগেই জানিয়েছিলেন, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকায় যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ট্রেন পরিচালনা করা হয়েছিল। ঢাকা...
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা। চলতি বছরের শুরু থেকেই ঢাকার বাতাস ছিল অত্যন্ত দূষিত, যা এখনও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। আজকের বায়ুদূষণের তালিকায় ২৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ২১১ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে, আর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৩৭, যা তালিকার নবম স্থানে রয়েছে এবং অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুস ক্যানসার,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর